কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
“অন্তবর্তীকালীন সরকারের কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। অনেক সংস্কারের কথা শুনেছি, এই সকল সংস্কার হলে আগামী ৫ বছরেও নির্বাচন হবে না ” বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি শনিবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নং বুধল বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ছাতিয়ান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২ নং বুধল বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, সহ সভাপতি নুরুল হাসান আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদসহ আরো অনেকে। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে যোগ দেয়।