পঞ্চগড়ে দীর্ঘদিন পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা সরকারী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর ও সদর শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মো: ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম, জেলা কর্মপরিষদ ও মানব সম্পদ সেক্রেটারি শহীদ আল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা অলিউল্লাহ, মাওলানা আব্দুল বাসেত, পঞ্চগড় পৌর আমির মাওলানা জয়নাল আবেদীন, বিদিপির জেলা সভাপতি মাসুউদ, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা সভাপতি জুলফিকার রহমান, সেক্রেটারি রাশেদ, বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমান প্রমুখ।
পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলা থেকে রেহাই পেয়ে খালাস পেয়েছে। অথচ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এখনো কারাগারে জীবন যাপন করছেন। আমরা অতি দ্রুত নেতার সব মামলা থেকে মুক্তি চাই।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামকে যতই নিশ্চিত করার চেষ্টা করুন না কেন জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবেই। জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কেননা আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ খুবই ভালো হয়েছে। জামায়াত নেতারা ঈদের দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পেরেছে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য নেতা নির্বাচন করে সংসদে পাঠাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।