পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মীর হাতে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মারধরের শিকার হয়েছে। মারধরের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামী ইউপি সদস্য রা্ব্বি হোসেনকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল সকালে দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায়।
শালডাংগা ইউনিয়নের অমরখানার জাম্বুরাতলা এলাকার লিটন ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানার রাব্বি হোসেন (৩৫) কে প্রধান আসামী করে ৯ জনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী রাব্বি হোসেন শালডাংগা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। তার বাড়ী শালডাংগা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায়। সে মৃত নছরুল ইসলামের ছেলে। রাব্বি হোসেন শালডাংগা ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে কাজ করছেন। জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলার সাবেক আমীর আবুল বাশার বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার সাথে রাব্বি হোসেন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন ঘটনার দিন রাব্বি হোসেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকার ডাঃ আব্দুল খালেকের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন।
মামলায় রাব্বি হোসেনের অপর দুই ভাইসহ ৯জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয়রা জানান, লিটন ইসলামের বাদাম ও মরিচ ক্ষেতে আসামীদের নিজেদের ছাগল দিয়ে প্রতিনিয়ত বাদাম ও মরিচ ক্ষেতে ৫/৬ টি ছাগল ক্ষেত নষ্ট করতো। ঘটনার দিনও ক্ষেতে গিয়ে দেখেন তাদের ছাগলগুলো ক্ষেতে গিয়ে বাদাম ও মরিচ নষ্ট করতেছে। তখন আমার ভাই দুটি ছাগল ধরে এনে স্থানীয় একটি খোয়াড়ে আবদ্ধ করে রাখেন। এ ঘটনা জানাজানি হলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আরও ৮/১০টি ছাগল ধরে এনে আমাদের ক্ষেতে লাগিয়ে দিয়ে হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্ষেতের পাশে অবস্থান নেন। পরে লিপন ইসলাম ও স্বপন ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাদাম ও মরিচের ক্ষেত নষ্ট করার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে গালিগালাজ করতে থাকে।
পরে তারা তাদের ছাগলগুলোকে খোয়ারে আবদ্ধ করায় ক্ষিপ্ত হয়ে পাকা রাস্তার উপরে রাব্বি হোসেন, বাবুল হোসেন ও জুয়েল ইসলাম এবং তাদের বাকি আসামিদের সাথে নিয়ে লিপন ইসলাম ও স্বপন ইসলামের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাব্বি হোসেন নামে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।