সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষে ‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল-এর জেলা প্রতিনিধি নিয়াজ মোঃ খান বিটুকে সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়।
গতকাল রবিবার টি.এ.রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নিয়াজ মোঃ খান বিটুর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপুর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সহ-সভাপতি মোঃ শামসুল আরেফিন (আমার দেশ, সরাইল প্রতিনিধি), সোহেল আহাদ (আমাদের কণ্ঠ), আমিনুল ইসলাম (দৈনিক নিরপেক্ষ), মোহাম্মদ সাইফুল, সিনিয়র করোসপন্ডেন্ট, চ্যানেল এস), আব্দুল করিম (নয়া দিগন্ত, সরাইল), আহসানুল হক নয়ন, (স্টাফ রিপোর্টার মুক্ত খবর)।
সভায় বক্তরা বলেন, জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মূলধারার সাংবাদিকদের সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য গত (৩০ মার্চ) রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে দিনকাল পাঠক ফোরাম আয়োজিত ইফতার পূর্ব এক মতবিনিময় সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলায় কর্মরত জাতায়তাবাদী আর্দশে বিশ্বাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতামত ও সর্বসম্মতিক্রমে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফেরাত ও সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানি।