ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হাতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী মোঃ তামিম মিয়া। গত ৩১ শে মার্চ রাতে ব্যবসায়ী কাজে শহরের মসজিদ রোড আসার পথে নাটাই পূর্ব পাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী নাহিদের নেতৃত্বে কেপাই, রাইয়ান মিয়া, শিপন মিয়া, রিপন মিয়া, শুভসহ কতিপয় ব্যক্তি তামিম মিয়ার গতিরোধ করে। এসময় তারা তামিম মিয়াকে বেধরক পিটিয়ে তার পা ভেঙ্গে ফেলে।
এসময় তার আশপাশের লোকজন ছুটে এলে সংঘবদ্ধ এই চক্রটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এলাকাবাসী জানিয়েছেন, ছিনতাইকারী এই চক্রটি চুরি ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত।
এব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তামিম মিয়ার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তামিমের পরিবারের অভিযোগ উক্ত অপরাধী চক্রটি বিগত আওয়ামী সরকারের সময় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
বিষয়টি দামাচাপা দিতে আসামী পক্ষ থেকে একটি হয়রানি মূলক মামলা দায়ের করেছে। এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।