১১ মাস ভারপ্রাপ্ত সভাপতি হয়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ আজম গোলাপ। অবশেষে তিনি ভার মুক্ত হয়ে পূর্নাঙ্গ দায়িত্ব পেলেন। ৬ এপ্রিল রবিবার জেলা বিএনপি তাকে সভাপতি হিসেবে অনুমোদন দিয়ে দায়িত্ব দেন।
প্রায় ১১ মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তাকে ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্নাঙ্গ সভাপতির দায়িত্ব দেন এবং সভাপতির নাম ঘোষনা করেন। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সভাপতির নাম অনুমোদন দিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বিএনপির দেবীগঞ্জ উপজেলা কমিটিতে জায়গা পাওয়ায় দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতির পদ শূন্য হয় ১১ মাস পূর্বে। তখন সিনিয়র সহ সভাপতি পদে থাকা গোলাপ আজম গোলাপ পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
বর্তমানে দন্ডপাল ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ সভাপতির দায়িত্ব পাওয়ার পর গোলাপ আজম গোলাপ বলেন, বোদা দেবীগঞ্জের মাটি ও মানুষের নেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে দন্ডপাল ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। দলের বিভিন্ন সময়ে ঘোষনা দেয়া কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। দলকে সংগঠিত করছি। এখন আমি পূর্নাঙ্গ সভাপতি হিসেবে পূর্বের ন্যায় বর্তমানেও দলের জন্য কাজ করে যাবো।