ব্রাহ্মণবাড়িয়ায় এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হলরুমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে রয়েছে চাল ডাল তেল চিনি আলু পিয়াজ।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সহ-সভাপতি মো: ফারুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মোবাইল ফোন রির্চাজ এন্ড ব্যাংকিং এসোসিয়েশনের সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আজিম খান বাবু, এম এন্ড সি সাচি গ্রুপের মার্কেটিং ম্যানেজার এনামুল হক স্থানীয় বিশিষ্টজনেরাসহ এম এন্ড সি সাচি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ও বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণে এম এন্ড সি সাচি গ্রুপ কাজ করে যাচ্ছে। আজ এই গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তারা।