‘জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ’ গানের মধ্যে দিয়ে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানের সূচনা করা হয়। আজ সোমবার সকাল ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংল বর্ষ বরণ করা হয়। সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদসস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।