ব্রাহ্মণবাড়িয়ার বিজিবির হাতে ২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল আটক হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত থেকে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত থেকে আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু ০২ টি, চকলেট- ৯ শ ৩৫ পিস, চা-পাতা-২ কেজি, চাউল ৭ হাজার ৫শ ৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮শ ৩২ কেজি, ডরমিন মলম ২ শ ৭৫ পিস, চুলের তেল ৮১ বোতল, দুধ ১ কেজি, পন্ডস পাউডার ১ হাজার ৫ শ ৮৪ পিস, ফুসকা ৮ শ ১৮ কেজি, বিভিন্ন প্রকার বাঁজি ৫৩ হাজার ৬শ ১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ১শ ৬৮ টি, বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ২ শ ৪৩ পিস, নেহা মেহেদী ১ হাজার ১ শ ৩৮ পিস, এ্যানার্জি ড্রিংকস ৭ শ ৮৭ বোতল, শাড়ী ৩১ পিস, শ্যাম্পু ২শ ৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশী অটো রিক্সা ১ টি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪ হাজার ৮শ ১৫ পিস, হুইস্কি (বিভিন্ন প্রকার বিদেশী মদ) ৪০ বোতল, বিয়ার ১শ ৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২শ ৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগারেট ২ হাজার ৪শ ৫০ প্যাকেট। আটককৃত মাদক ও পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩ শ ৪০ টাকা।
এছাড়া অভিযানে ১ জন আসামিকেও আটক করা হয়। আটককৃত আসামির নাম মোঃ মাহিন (১৮)। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মোঃ এনামুল হোসেন (সরোয়ার) এর ছেলে।