আশা’র এসএমএপি প্রকল্পের আওতায় ব্রাহ্মনবাড়িয়ায় টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস (টিএসএস) পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলার ২৪ জন ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে ব্রাহ্মনবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা শামীম মিয়া, আশা কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিসারিজ) সবুজ কুমার চৌধুরী, জুনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (একাউন্টস) সুবেগ দাস, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: মনিরুজ্জামান, টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ সোহাগ আলম প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি নির্ভরশীল বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও কাজ করে যাচ্ছে এনজিও সংস্থা আশা। কৃষি ক্ষাতে উন্নয়নের লক্ষে ২৪টি ব্রাঞ্চের কর্ম এলাকার আশা’র সদস্যদের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য এসএমএপি প্রকল্পের আওতায় কৃষি, প্রানীসম্পদ ও কৃষি যন্ত্রপাতি খাতে চলতি অর্থবছরে ৩ কোটি ৮৫ লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়েছে।
যার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষিরও উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় জীবন মান উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য ব্রাহ্মনবাড়িয়া জেলার ব্রাঞ্চ ম্যানেজারদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।