ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার আহবানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডোয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন নার্সিং শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, হাফিজা সুলতানা, সাব্বির আহমেদ, সাকিব মিয়া, আকাশ মিয়া, মোঃ ইরফান, অপু আহমেদসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট এ- কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।