ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভুগির পরিবারসহ স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের ভোলা মার্কেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে,সর্বস্তরের জনসাধরণ অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন, শিশু ধর্ষণের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা। মানববন্ধন শেষে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল ভোলা মার্কেট এলাকার সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গেলো ১৪ এপ্রিল দুপুরে ধর্ষণের শিকার হয় সাড়ে ছয় বছরের ওই শিশুটি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি হলে শিশুটি জানায় তাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে শিশুটিকে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ধর্ষক তামিম ওই শিশুকে পাশবিক নির্যাতন চালায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেছিল। পরিবারের পক্ষ থেকে তামিম নামে এক যুবককে অভিযুক্ত করা হচ্ছে। তাকে গ্রেফতারের অভিযান চলছে।