ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালতের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মইন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।
বিশেষ অতিথি ছিলেন জেলা জজ ( নারী ও শিশু) মীর মোঃ এমতাজুল হক, অতিরিক্ত জেলা জজ আয়েশা আক্তার সুমি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, জিপি এডভোকেট মোঃ আবিদুল্লাহ, পিপি ফখরুদ্দিন খান আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুনসহ আরো অনেকে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস ২০২৪ সালের জানুয়ারি হতে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ৫৯০ জনকে আইনগত সহায়তা এবং ৫৮৭ জনকে আইনী পরামর্শ প্রদান করেছে বলে জানায় ।