মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালীটি শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অপরদিকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধু বার্ণবার চার্চে এসে শেষ হয়। র্যালী পরবর্তীতে আলোচনা সভার শুরুতেই প্রয়াত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক সেন্টু শেখ।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুব এলাহী, সহ সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী,সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দীন, কোষাধ্যক্ষ মিন্টু, সদস্য শরিফুল ইসলাম, আনারুল ইসলাম, গাংনী উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, বামুন্দী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুন্না, কদারগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান,দরবেশপুর শাখার সাধারণ সম্পাদক আজমসহ শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।