“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” এই শ্লোগানকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের কাজীপাড়া জেলা ঈদগা মাঠ প্রঙ্গন থেকে সদর উপজেলা রিক্সা,রিক্সা-ভ্যান মালিক সমিতি ট্রেড ইউনিয়ন ৭০ এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা পরিষদ এসে জড়ো হয়।
পরে সেখান থেকে জাতীয়তাবাদি শ্রমিক দলের আয়োজিত র্যালিতে অংশ নিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বক্তব্য রাখেন, সদর উপজেলা রিক্সা,রিক্সা-ভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ গোলাপ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইকবাল মিয়া, সদর উপজেলা রিক্সা,রিক্সা-ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া, যুগ্ম সম্পাদক বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকন মিয়া, কোষাদক্ষ আলামিন মিয়া প্রমুখ।
এছাড়াও সদর উপজেলা থেকে নেতাকর্মীরা ও বিভিন্ন ওয়ার্ড মালিকপক্ষের লোকজন র্যালিতে অংশ নেয়। বক্তারা তাদের অধিকার আদায়ে বিভিন্ন দাবী তুলে ধরেন।