
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খেদমতে খালক ট্রাস্ট এর উদ্যোগে নবীনগরের কৃতি সন্তান খেদমতে খালক ট্রাস্ট এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী’রকে “নাগরিক সংবর্ধনা” দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
খেদমতে খালক ট্রাস্ট এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-সংবর্ধিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী।
এসময় আরো উপস্থিত ছিলেন শহিদ তানজিল মাহমুদ সুজয় এর পিতা- সফিকুল ইসলাম শহিদ, জাহিদুজ্জামান তানভীন এর পিতা- শামসুজ্জামান, শহিদ কামরুল মিয়া এর পিতা-নান্নু মিয়া, মাওঃ রফিকুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দিন মনিরসহ আরো অনেকে।
এসময় সংবর্ধিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী তার দীর্ঘ ৮ বছরের বন্দী জীবনের সৃতিচারণ করে বলেন, বাকি জীবনটা মানুষের কল্যাণে ব্যয় করতে চায়। এলাকার সাধারণ মানুষের সহযোগীতা কামনা করেন। পরে তাকে খেদমতে খালক ট্রাস্ট এর পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।