ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সচেতনামূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২ মে) সকালে আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে এই র্যালী অনুষ্ঠিত হয়। কাছাইট ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে র্যালীটি বের হয়ে কাছাইট বাজারে শেষ হহয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আমীর হামজা ভূইয়া , কাছাইট ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আনু মাষ্টার, ওয়ার্ড বিএনপি সভাপতি সুজন মিয়া, শিক্ষক আবদুন নূর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মাদকদ্রব্যের অবাধ ছড়াছড়ির কারনে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে। যুব সমাজ বিপথগামী হচ্ছে। এলাকায় চুরি ডাকাতি বাড়ছে। মাদকের থাবা থেকে সমাজকে রক্ষা করতে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ কামনা করেন।