বর্তমান চ্যালেন্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সু শিক্ষা প্রদানের লক্ষ্যে তা’ লিমুল কুুরআন বালিকা মাদরাসার হাফেজা ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবরের মোল্লাবাড়ি মাদরাসা চত্বরে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মনিরুল ইসলাম মোল্লার আয়োজনে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
মাদরাসার সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান,
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আবু হোসেন, গন অধিকার পরিষদের পঞ্চগড় জেলার আহবায়ক মাহফুজার রহমান, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন।