জুলাই সহ সকল গণহত্যার বিচার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এবং ফ্যাসিস্টের আমলে ছাত্রশিবির সহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড় জেলা ছাত্রশিবির।
৭মে বুধবার বিকেলে সংগঠনটির আয়োজনে জেলা শহরের মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্কের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।
পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক নেতা, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় শাখার সভাপতি জুলফিকার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই সহ সকল গণহত্যার বিচার করতে হবে। যেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ছাত্র-জনতা জীবন দিল। সেই বৈষম্য এখনো দূর করা হয় নাই। খুনিদের এখনো পুনর্বাসন করা হচ্ছে বিচার না করেই। অবিলম্বে জুলাই অভ্যুত্থানের সকল গণহত্যার বিচার করে খুনিদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে। একই সাথে খুনি শেখ হাসিনার দ্রুত বিচার কার্যক্রম শেষ করে ফাঁসি নিশ্চিত করতে হবে। ছাত্রশিবির সহ সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
তারা আরো বলেন, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। তিনি একজন নিরপরাধ রাজনীতিবিদ, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি। গণঅভ্যুত্থানের পরে আলীগের সময় কারাবন্দি অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। বৃহস্পতিবারের মধ্যে তাকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।