বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস! গাজায় ত্রাণকেন্দ্রে হুড়োহুড়ি ও শ্বাসরোধে নিহত ২১ গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিলীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও, স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে শিক্ষকের মানববন্ধন ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায়। এরা হচ্ছে আমিন (২৫) ও জরিনা বেগম (২০)। নিহত আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আল আমিন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, সংসারে অভাব-অনটন ও টানাপোড়েনে তারা মানুষিক ভাবে বিপর্যস্ত ছিল। কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসাথে আত্মহননের পথ বেছে নেন। রোববার রাতে তারা  কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান।  রাত একটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিনও।

এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin