ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরন গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, একই এলাকার বাবুল মেম্বারের বাড়ীর জাকির মিয়া, ইনসাফ আলী, স্বাধীন, সচিব বায়জিদ, নাসির, আয়ূব খানসহ আরো অনেকে মিলে সাড়ে তিন কানি পুকুরে পূর্ব পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করে প্রায় ২৭ লক্ষ টাকার মাছ নিধন হয়।ইউপি সদস্য মজিবুর রহমান আরো বলেন, যারা এই কাজের সাথে জড়িত আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
স্থানীয়রা জানান, কয়েক মাস যাবৎ একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গ্রামে ঝগড়া বিবাদ লেগেই আছে এরই ধারাবাহিকতায় একটি সুযোগ বুজে প্রতি পক্ষের লোকজন পুকুরে বিষ প্রয়োগ করে এতে বিভিন্ন প্রজাতির কয়েক লক্ষ টাকার মাছ নিধন হয়। ক্ষতিগ্রস্ত মজিবুর রহমানকে যেনো সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা পুকুরে বিষ প্রয়োগে জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।