মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে,শুধু মুখগুলো বদলেছে: বাঁধন

বিনোদন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৭ Time View
নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে,শুধু মুখগুলো বদলেছে: বাঁধন
নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে,শুধু মুখগুলো বদলেছে: বাঁধন

অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই আজমেরী হক বাঁধনের। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সবর তিনি। সেখানে নিজের মতামত প্রকাশ করেন। কোনো কিছুই তোয়াক্কা করেন না। সবসময় নিজের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাঁধন।

শুক্রবার (৩০ মে) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।’

তিনি আরও লেখেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরণের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

বাঁধন যোগ করেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটি তো আমরা চায়নি। দেশের জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকেন। এটি কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়, এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin