মেহেরপুরের গাংনীতে ইটভাটা ব্যবসায়ীর বাড়ির গেট থেকে একটি বোমা সাদৃশ্যবস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে। আতংক সৃষ্টির জন্য কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা পুলিশের।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বামুন্দী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ির গেটের সামনে গেল রাতের কোন এক সময় একটি বোমা ও চিরকুট রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
চিরকুটে লেখা রয়েছে- রশিদ তোকে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়। তোর ছেলে বাহিরে বাহির হলে এখন রেখে গেলাম এরপর উড়িয়ে দেবো।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, উদ্ধারকৃত বোমা সুদৃশ্যবস্তুুটিকে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।