পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর নামে মামলা হয়েছে।
বুধবার (৪ জুন) দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩০(১) সারণির ১৯(৩) ধারায় তাদের নামে মামলা হয়।
মামলা দুটির এজাহার সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার গ্রামের দেবীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত শ্যামল দাসের ছেলে পাম্পু দাস (২৮) এর ঘরের ভিতরে তোষকের নীচ থেকে নেশা জাতীয় ১১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও সোনাহারের উত্তর মল্লিকাদহ এলাকার বিজয় কেসকুর ছেলে চরন কেসকুর (৫৫) ঘর থেকে ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরন ওয়াশ ২শ লিটার উদ্ধার করা হয়।
পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, ৪ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শ্যামল দাসের ছেলে পাম্পু দাস দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করতো ও বিজয় কেসকুর ছেলে চরন কেসকুর বাড়িতে রেখে চোলাই মদ বিক্রি করতো।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক রেজওয়ানুল হকসহ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় তারা বাড়িতে না থাকায় তাদের কে আটক করা যায়নি বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের কে গ্রেফতারের চেষ্টা চলছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার দায়ের করা মামলাটি এজাহার ভুক্ত করা হয়েছে।