মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার সেলুন আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২ Time View
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার সেলুন আর নেই
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার সেলুন আর নেই

চুয়াডাঙ্গার প্রথিতযশা রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিষয়টি তার পরিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সোলায়মান হক জোয়ার্দার সেলুন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুকুটবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক (এসএসসি) পাস করেন। ছাত্রাবস্থায় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে জনপ্রিয় জননেতায় পরিণত হন।

রাজনীতির ময়দানে তার অবস্থান ছিল সুদৃঢ় ও অবিচল। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিরোধীদলের বর্জনের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সংসদ সদস্য হিসেবে তিনি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন এবং একপর্যায়ে হুইপ পদেও দায়িত্ব পান।

রাজনীতির পাশাপাশি শিক্ষা উন্নয়নেও তার আগ্রহ ছিল প্রশংসনীয়। ২০১২ সালে তিনি চুয়াডাঙ্গায় ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন এবং বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই বিশ্ববিদ্যালয়টি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তবে জীবনের শেষ পর্বে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৪ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার এবং পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। দুদক তার স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এবং ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করে।

তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin