ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করা ৬টি গরু ফেরত দিয়েছে বিএসএফ। আজ রবিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডারের কাছে এসব গুরুগুলি ফেরত দেয়া হয়।
জানাযায়, আজ রবিবার সকাল ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পাশর্^বর্তী কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাচ্ছিল ৬/৭টি গরু। ঘাস খাওয়ার সময় গরুগুলি ভারতের ভূখন্ডে প্রবেশ করে।
বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে বিজিবিকে জানায়। পরে বিজিবির আখাউড়া বিওপি ক্যাম্প ও বিএসএফ’র ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে দুপুর পৌনে একটার দিয়ে গরুগুলো ফেরত আনা হয়।
এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, গত কিছুদিন ধরে ওই সীমান্তসহ আশেপাশের এলাকা দিয়ে বাংলাদেশের গরু ভারতে যাচ্ছিলো। বিষয়টি নিয়ে বিএসএফ বারবার সতর্ক করছিলো। এ নিয়ে এলাকায় মাইকিং করে করে স্থানীয়দের সচেতন করা হয়েছিল। রবিবার সকালে আবারো কালিকাপুর সীমান্ত দিয়ে ৬টি গরু ভারতে চলে যায়। পরে ক্যাম্প কমান্ডারে পর্যায়ে আলোচনার মাধ্যমে গরুগুলি ফেরত দেয় বিএসএফ।