মেহেরপুরে মাহবুবুর রহমান চান্দু নামের এক ব্যক্তির দায়ের করা সাইবার ট্রাইব্যুনাল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন স্থপতি তৌহিদুল ইসলামসহ সাত জন। মামলায় অভিযুক্ত স্থপতি তৌহিদুল ইসলামসহ আরও ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) খুলনার বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মমিনুন নেসা শুনানি শেষে মামলাটি খারিজ করে দেওয়ার আদেশ দেন।
২০২৩ সালের ২৬ জুলাই মাহবুব চাঁদু ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৪/২৫(১)(ক)/২৫(১)(খ)/২৫(২)/২৯/৩১/৩৫ ধারায় স্থপতি তৌহিদুল ইসলাম, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লা মতু, সাইফুল বাহার স্বাধীন, মুত্তাকী বিল্লাহ শাফিন, শামীম হাসান সোহাগ, সৌমিক এবং এস. এম. মেহরাব হোসেনকে আসামি করে মামলাটি দায়ের করেন মাহবুবুর রহমান চান্দু।
আদালত শুনানির পর অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন এবং সকল আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।