ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ১০/০৬/২০২৫ইং রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই কমিটির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাওঃ জুনাইদ আল হাবিব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওঃ বাহা উদ্দিন জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওঃদ গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানী, কেন্দ্রীয় পচার সম্পাদক, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আংশিক দায়িত্বশীল ও সদস্যগণের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি মাওঃ জুনাইদ আল হাবিব ও নব-নির্বাচিত জেলা সভাপতি মাওঃ এহসানুল্লাহদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ২৩ জুন ২০২৫ সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন সংলগ্ন জেলা অস্থায়ী কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওঃ জুনাইদ আল হাবিব নব-নির্বাচিত জেলা সভাপতি মাওঃ হাঃ এহসানুল্লাহ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতী বশির আহমাদ ও আলহাজ্ব ক্বারী নুরুল ইসলাম (লাল বাদশা) উপস্থিত ছিলেন।
বৈঠকে সকলের সম্মতিতে জেলা কমিটির কার্যক্রমকে বেগমান করার লক্ষ্যে ঘোষিত দায়িত্বশীলদের মধ্যে আংশিক পরির্তন করা সহ জেলা পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত কমিটির মধ্যে মাওঃ হাঃ এহসানুল্লাহকে সভাপতি করা হয়েছে। মাওঃ আব্দুল হাফিজকে সিনিয়র সহ-সভাপতি। মাওঃ গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানীকে সাধারণ সাধারণ সম্পাদক করা হয়। আলহাজ্ব ক্বারী নূরুল ইসলাম (লাল বাদশা) সিনিয়ক সহ- সাধারণ সম্পাদক ও মুফতি বশির আহমাদকে সহ-সভাপতি/ সাংগঠনিক সম্পাদক করে ৮১ (একাশি) সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।