জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্বিক সহযোগিতায় হেল্প ডেক্স ও পানি এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুুর রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালমান ইসলামের আয়োজনে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ও পৌ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদসহ ছাত্রদল নেতা নাজমুল ইসলাম জয় প্রমুখ।