‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে শুক্রবার (২৭ জুন) সকালে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ’র সদস্য ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সদস্য মীর মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দীন, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান, এডভোকেট রবিউল হাসান ।
এসময় আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের সদস্য ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহম্মেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন, আলী আহম্মেদ, খোরশেদ আলম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আগা শামীম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের তথ্য সম্পাদক সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সন্মানিত সদস্য মোঃ পলাশ মিয়া, মোহাম্মদ আলী নুর, রাজন চন্দ্র সূত্রধর, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান , আশরাফুল ইসলাম মারুফ, মতিউর রহমান, আনিসুর রহমান, অলি উল্লাহ, মোঃ লিটন মিয়া প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার ও খননের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। আলোচনা শেষে উপজেলা চত্বরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বৃক্ষরোপণের মাধ্যমে তরী বাংলাদেশের নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের কর্মসূচির শুভ সূচনা করেন।