মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘কাঁটা লাগা গার্ল’ শেফালির আকস্মিক মৃত্যু, স্তব্ধ বলিউড

বিনোদন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪ Time View
‘কাঁটা লাগা গার্ল’ শেফালির আকস্মিক মৃত্যু, স্তব্ধ বলিউড
‘কাঁটা লাগা গার্ল’ শেফালির আকস্মিক মৃত্যু, স্তব্ধ বলিউড

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জারিওয়ালা। ২৭ জুন রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় তার। এ সময় মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে শেফালির বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে তার অনুরাগী ও বলিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বলা যায়, রীতিমত স্তব্ধ গোটা বলিউড।

২৮ জুন সকালে শেফালির মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এরইমধ্যে বেশকিছু ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে যেখানে দেখা যাচ্ছে, ফরেনসিক দল তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছে। জানা গেছে, অভিনেত্রীর মৃত্যুর সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছিল ফরেনসিক দল। তবে অভিনেত্রীর বাড়িতে ফরেনসিক টিমের ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকে। অনেকেই আবার খুঁজছেন রহস্যের গন্ধ।

বলা প্রয়োজন, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। এরপর সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সব সময় আলোচনায় ছিল। তিনি প্রথমে হরমিত গুলজারকে বিয়ে করেছিলেন। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। সেই বিয়ে ভেঙে যায়। তারপর অন্তরালেই ছিলেন। পরে পরাগ ত্যাগীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।

কিছুদিন আগে, শেফালি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শৈশবে তার মৃগী রোগ হয়েছিল এবং এই রোগের কারণে তিনি মারাও যেতে পারেন। তবে তিনি তার জীবনযাত্রা ও সাহস দিয়ে রোগটি অনেকাংশে নিয়ন্ত্রণ করেছিলেন। মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী-অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায়।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। তিনি গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin