বন্দর বাঁচাতে-করিডোর ঠেকাতে ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে সংহতি সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শনিবার (২৮ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা, মাটি, মোহনা বিদেশীদের দেবো না, চট্টগ্রাম বন্দর বিদেশীদের দেবো না এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে এডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট নাসির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জহিরুল ইসলাম স্বপন, সাজিদুল ইসলাম, ফাহিম মুনতাসির প্রমূখ।
এ সময় বক্তারা, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার পায়তারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে অন্ধকারে রেখে, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে কোন প্রকার পরামর্শ না করে দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে, রাখাইনে মানবিক করিডোর এবং ইপিজেডে বিদেশিদের অস্ত্রকারখানা তৈরির অনুমতি প্রদানে তৎপরতা চালাচ্ছে। যা এদেশের দেশের সার্বভৌমত্মকে ধ্বংস করে সাম্রাজ্যবাদবিরোধীদের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তাই দেশপ্রেমিক জনগণ এসব কোন দিন মেনে নেবে না। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।