মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ালো রেমিট্যান্স

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩ Time View
৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ালো রেমিট্যান্স
৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ালো রেমিট্যান্স

২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে। চলতি জুন মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে (১-২৮ জুন ২০২৪) পাঠানো ২,৩৭২ মিলিয়ন ডলারের চেয়ে ৭.১ শতাংশ বেশি। রবিবার (২৯ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু গত তিন দিনে (২৬ থেকে ২৮ জুন) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মাসের শেষভাগে আরও প্রবাহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০,০৪৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩-২৮ জুন ২০২৪) এই অঙ্ক ছিল ২৩,৭৪৫ মিলিয়ন ডলার। ফলে বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৬.৫ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ প্রধান শ্রমবাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপৎ পদক্ষেপ এবং রেমিট্যান্স প্রেরণে ডিজিটাল চ্যানেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী অর্থবছরে এই ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin