ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনে প্রতিপক্ষের হামলা ও নগদ টাকা মোবাইল লুট। সোমবার (৩০ জুন) দুপুরে শহরের মসজিদ রোডস্থ চেম্বার ভবনে এই ঘটনা ঘটে। জানাযায়, দীর্গদিন যাবৎ চেম্বারে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিলো। আজ দুপুরে চেম্বারের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অপর পক্ষের মাহফুজ মিয়ার লোকজন চেম্বাব ভবনে সচিবের রুমে গিয়ে জরুরী ফাইলপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় চেম্বারের সচিব মোঃ আজিম উদ্দিন বাঁধা দিলে তার উপর হামলা চালিয়ে ও চেম্বারের দুইজন কর্মচারীকেও মারধর করে। পরে নগদ টাকা ও মোবাইল এবং কম্পিউটার হারডিক্স নিয়ে যায় হামলাকারিরা।
এঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।