বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Title :
টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস! গাজায় ত্রাণকেন্দ্রে হুড়োহুড়ি ও শ্বাসরোধে নিহত ২১ গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিলীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও, স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে শিক্ষকের মানববন্ধন ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬ Time View
শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

শ্রীলংকা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লংকানরা।

দলের হয়ে একাই ১০৬ রান করেন অধিনায়ক আসালাঙ্কা। এছাড়া কুশাল মেন্ডিস করেন ৪৫ রান। ২৯ রান করেন জেনিথ লিয়ানাগে। ২২ রান করে করেন মিলান রত্নায়েকে আর ওয়ানেন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ দলের হয়ে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ৪৬ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। চতুর্থ ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিবের শিকারে পরিণত হন পাথুম নিশাঙ্কা। এরপর শ্রীলংকা শিবিরে পরপর দুই ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের তৃতীয় আর সপ্তম ওভারের প্রথম বলে নিশান মাদুসশকা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন।

৬.১ ওভারে দলীয় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক আসালাঙ্কা। চতুর্থ উইকেটে কুশাল মেন্ডিসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কায় ৪৫ রান করে ফেরেন মেন্ডিস। এরপর জেনিথ লিয়ানাগের সঙ্গে আসালাঙ্কা গড়েন ৭৬ বলে ৬৪ রানের জুটি। ষষ্ঠ ও সপ্তম উইকেটে মিলান রত্নায়েকে ও ওয়ানেন্দু হাসারাঙ্গার সঙ্গে ৩৯ ও ৩৪ রানের জুটি গড়ে দলকে আড়াইশো রানের দোড় গোড়ায় নিয়ে যান অধিনায়ক। পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারের প্রথম বলে আউট হন আসালাঙ্কা। তার আগে ১২৩ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ১০৬ রানের ইনিংস। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ ও ১১০ রানের ইনিংস খেলেন আসালাঙ্কা। ২০২৩ সালে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে খেলেন ১০৫ বলে ১০৮ রানের ইনিংস। গত বছরের ৬ জানুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ১০১ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin