মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা রোডে গরু ও সবজি ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ব্যবসায়ীদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কের নির্জন এলাকায় ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের গতিরোধ করে। ব্যবসায়ীদের মারধর ও লুটপাট চালায়। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যের দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং তাদের কাছ থেকে মোবাইল গুলো ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এবং তাদেরকে বলে পরে যেন খুঁজে নিয়ে যায়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।