সুদানের সংঘাত থেকে পালিয়ে যাওয়া লাখ লাখ মানুষ খাদ্যসংকটে ভোগার ঝুঁকিতে রয়েছে, যা ইতোমধ্যেই খাদ্যসংকটে থাকা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) সোমবার জানিয়েছে, প্রতিবেশী দেশে থাকা ৪০ লাখের বেশি সুদানি শরণার্থী আরও খাদ্যসংকটে পড়তে পারে, কারণ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মিসর, ইথিওপিয়া, লিবিয়া, উগান্ডা ও চাদে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থায়ন আগামী মাসগুলোতে কমে যেতে পারে।
জাতিসংঘের সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে অনেকেই অন্য দেশে আশ্রয় নিয়েছে।
সুদানে যাদের থেকে গেছে, তাদের প্রায় অর্ধেক তীব্র খাদ্যসংকটে রয়েছে। দেশটির কিছু অঞ্চলে অপুষ্টিতে ভোগার কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। সুদানের ডাক্তারদের নেটওয়ার্ক জানিয়েছে, গত ছয় মাসে উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল ফাশেরে অপুষ্টির কারণে ২৩৯ শিশুর মৃত্যু হয়েছে।