পঞ্চগড়ের দেবীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টিআর এর বরাদ্দ নেয়া উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা- কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক এসব বরাদ্দ দেয়া হয়েছে।
সোনাহার ইউনিয়নের শাহাপাড়া শাশ্বানঘাট যাওয়া রাস্তায় আকবরের বাড়ির সামনের ডারায় ৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে গাইড ওয়াল নির্মান ও মাটি ভরাট, ছয় মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দে হাজীপাড়া কবরস্থানে বাউন্ডারি ওয়াল পূনরায় নির্মান ও মাটি ভরাট, নয় মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দে মল্লিকাদহ দারারপাড় মিজানের বাড়ির দক্ষিন পার্শ্বে পুকুরের রাস্তায় গাইড ওয়াল নির্মান ও মাটি ভরাট, সোনাহার ডাঙাপাড়া হরি মন্দিরের দক্ষিন পার্শ্বে নয় মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দে রাস্তায় পানি নিস্কাশনের ড্রেন নির্মান ও রাস্তা সংস্কার, ছয় মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দে জনাদন রায়ের বাড়ি থেকে নবীনের বাড়ি পর্যন্ত ইউড্রেন নির্মান ও মাটি ভরাট প্রকল্পের এসব উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়। সোনাহার ইউনিয়নের ২১ টি উন্নয়ন মূলক এসব কাজের সরজমিনে পরিদর্শন করা হয়। বরাদ্দ অনুযায়ী এসব কাজের মান কেমন হয়েছে তা সরজমিনে দেখার জন্যই পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে এসময় দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ওয়ালিফ মন্ডল, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কার্য সহকারী আসাদুজ্জামান আসাদ, অফিস সহকারী রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ওয়ালিফ মন্ডল জানান, সোনাহার ইউনিয়নে বরাদ্দ দেয়া কাজগুলোর শতভাগ সম্পন্ন হয়েছে কিনা এবং কাজ সঠিক ভাবে হয়েছে কিনা তা যাচাই করার জন্যই আমরা পরিদর্শন করেছি।