২০২৪-২০২৫ অর্থবছরে নিম, জাম, বেল ও কাঁঠালের চারা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা প্রমুখ।
এসময় সদর উপজেলার ৮১টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯শত শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার ৬শত বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।