বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Title :
টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস! গাজায় ত্রাণকেন্দ্রে হুড়োহুড়ি ও শ্বাসরোধে নিহত ২১ গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিলীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও, স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে শিক্ষকের মানববন্ধন ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪ Time View
পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫
পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

বুধবার (২ জুলাই) প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় চার সরকারি কর্মকর্তার।

নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

ভয়াবহ এ বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে। তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

জেলা পুলিশপ্রধান ওয়াকাস রফিক জানান, বাজাউর উপজাতীয় জেলার নওয়াগাই এলাকার কাছে সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে আঘাত হানা হয়েছে।

ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু জুন মাসে বিশ্বের মধ্যে পাকিস্তানে জঙ্গি সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

সংস্থাটি আর বলছে, ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে পাকিস্তানে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৫০২টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এতে ৭৩৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২৮৪ নিরাপত্তা কর্মী, ২৬৭ বেসামরিক ব্যক্তি, ১৮০ জঙ্গি ও ৬ জন শান্তি কমিটির সদস্য রয়েছেন।

তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin