রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১ Time View
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় দীপিকা পাড়ুকোন! এই প্রথম কোনও ভারতীয় তারকা হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিলেন। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী।

বলাই বাহুল্য, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নিজের নাম দেখার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও। এমনকি, চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম!

২ জুলাই হলিউড চেম্বার অব কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় এই অভিনেত্রীর নাম। তার সঙ্গে তালিকায় আরও রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।

২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।

বলা প্রয়োজন, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে পা রাখেন দীপিকা পাডুকোন। সেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেত্রী। তবে পরবর্তীতে তাকে আর কোনও হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন, তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিই বুঝিয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতায়, ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম ছিল তার।

উল্লেখ্য, সম্প্রতি আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি করে বেশ শোরগোল ফেলে দেন দীপিকা। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন সমালোচনা। পরবর্তীতে তিনি অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হন। এবার ‘হলিউড ওয়াক অব ফেম’-এ সম্মানিত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। সেইসাথে তিনি আবারও যেন সবাইএ মনে করিয়ে দিলেন, ফিরছেন আবার আগের দাপটেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin