বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছে পাকিস্তানের হরর মুভি ‘দিমাক।’ সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে। এবার পরিথি বাড়ছে সিনেমাটির। এবছরের শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে মুভিটি।
চীনের চংকিং প্রদেশের ইয়ংচুয়ানে আগামী ৩ থেকে ৭ জুলাই বসবে ফেস্টিভ্যাল। এসসিও এর ১০টি সদস্য রাষ্ট্র এবং ২টি পর্যবেক্ষক রাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতাদের একত্র করে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ উৎসবটি আয়োজিত হয়।
উৎসবটি যৌথভাবে আয়োজন করছে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন এবং চংকিং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট। উৎসবের লক্ষ্য—চলচ্চিত্রশিল্পে প্রযুক্তিগত উন্নয়ন তুলে ধরা। যার অংশ হিসেবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, প্রদর্শনী, এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ফোরাম। উৎসবে অংশগ্রহণকারীদের আসা-যাওয়ার বিমানভাড়া ও থাকা-খাওয়ার খরচ আয়োজক কমিটি বহন করে।
জিও ফিল্মসের প্রযোজিত ‘দিমাক’ মুভিটির লেখক ও পরিচালক রাফায় রশদি। তিনি এমন উৎসবে ডাক পেয়ে যারপরনাই খুশি, ‘পাকিস্তানি চলচ্চিত্রকে এমন একটি সম্মানজনক আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা গৌরবের বিষয়। দক্ষিণ এশীয় লোককাহিনিভিত্তিক হরর গল্প বলার ধারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। আমরা গর্বিত।’
জিও ফিল্মস এর আগেও খুদা কে লিয়ে, বল, টীফা ইন ট্রাবল, দ্য লেজেন্ড অব মৌলা জাট, ডাঙ্কি কিং এবং দ্য গ্লাসওয়ার্কার-এর মতো বহু প্রশংসিত চলচ্চিত্র প্রযোজনা করেছে।