রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

বালিতে ফেরি ডুবে মৃত ৬, খোঁজ মেলেনি ৩০ জনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২ Time View
বালিতে ফেরি ডুবে মৃত ৬, খোঁজ মেলেনি ৩০ জনের
বালিতে ফেরি ডুবে মৃত ৬, খোঁজ মেলেনি ৩০ জনের

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিউয়াংগি থেকে বালি দ্বীপে যাওয়ার পথে ফেরি ডুবে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ আছেন ৩০ যাত্রী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর ২৫ মিনিট পর ফেরিটি ডুবে যায়। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারের কার্যক্রম চলছে। ফেরিটিতে মোট ৬৫ যাত্রী ছিলেন।

পূর্ব জাভা উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত বলেন, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধারকারীরা অনুসন্ধান বন্ধ করে দেন। এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

তিনি আরও বলেন, শুক্রবার সকালে অভিযান পুনরায় শুরু করা হবে। চারটি জাহাজ এবং বেশ কয়েকটি হেলিকপ্টারসহ পুলিশ ও সামরিক বাহিনীসহ ১৬০ জনেরও বেশি উদ্ধারকারীকে শুক্রবারের অনুসন্ধানের জন্য মোতায়েন করা হবে।

জাতীয় সংস্থা জানিয়েছে, নৌকাটিতে ৫৩ যাত্রী, ১২ ক্রু সদস্য এবং ২২টি যানবাহন ছিল।

সৌদি আরব সফরে আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি ফেরিডুবির ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিসভা সচিব টেডি ইন্দ্র বিজয়া।

ফেরিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন কিনা, তা এখনো জানা যায়নি।

ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা নিয়মিত হয়ে থাকে। এসব দুর্ঘটনার পেছনে বড় কারণ হিসেবে আছে শিথিল নিরাপত্তা মানদণ্ড ও তা মেনে না চলার প্রবণতা। পাশাপাশি বৈরি আবহাওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ।

মার্চে বালির কাছে সমুদ্রে একটি নৌকা উলটে গেলে এক অস্ট্রেলীয় নারী নিহত হন এবং অপর এক ব্যক্তি আহত হন। ওই নৌকায় ১৬ আরোহী ছিলেন।

২০১৮ সালে সুমাত্রা দ্বীপে ফেরি ডুবে ১৫০-এর বেশি মানুষ মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin