মেহেরপুরের গাংনী শহরের গোরস্থানপাড়া থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গাংনীস্থ ক্যাম্পের একটি টহল দল পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
গাংনী সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, নিয়মিত একটি টহল দল গোরস্থান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী পাইপগান টাইপের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। উদ্ধার হওয়া অস্ত্রটি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।