ব্রাহ্মণবাড়িয়ার কসবা কৃষক সারোয়ার হোসেনকে অজ্ঞাতনামা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে কসবা মুক্তমঞ্ছ এলাকায় মানববন্দন করে স্থানীয়রা এসময় বক্তরা বলেন গত ২০ জুন কসবা থানা পুলিশ কৃষক সারোয়ার হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়।
মানববন্ধনে কৃষক সারোয়ার হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, “আমার স্বামী একজন দিনমজুর, খেটে খাওয়া সাধারণ মানুষ। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এখন তাকে গ্রেফতার করায় আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। আমি আমার সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামীকে মুক্তির দাবি জানায়
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফারুক আহমেদ ভাইয়া, আব্দুল হাই ও মিন্টু মিয়া। বক্তারা বলেন, “সারোয়ার হোসেন একজন কৃষক। কেন অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার করা হলো, তা আমাদের বোধগম্য নয়।”
তারা অবিলম্বে কৃষক সারোয়ার হোসেনের মুক্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পরে একটি বিক্ষোব মিছিল করে।