ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ধর্ষণের শিকার হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সোমবার রাত ৯ টার দিকে আখাউড়া খড়মপুর কল্লা শহীদ (র) মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়। এরআগে বিকালে মাজার শরীফের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষন শিকার হয় ওই তরুনী। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে।
মাজার কমিটি এবং পুলিশ সুত্রে জানা গেছে, অজ্ঞাত ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে পাশের কাপড় পরিবর্তনের রুমে যায়। এসময় ঘাতক তুষার ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষন করে। বিষয়টি বুঝতে পেরে পুকুর পাড়ে থাকা লোকজন যুবকটিকে উত্তমমাধ্যম দিয়ে কিশোরীকে উদ্ধার করে। খবর পেয়ে মাজার কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে এবং কিশোরীকে মাজার শরীফের বিশ্রামাগারে নিয়ে যায়। তবে মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় নাম পরিচয় বলতে পারেনি। পরে রাতে খাবার খেয়ে মেয়েটি ঘুমিয়ে পরে। রাতে মহিলা কর্মীরা ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে কমিটির সদস্যদেরক খবর দেয়। খবর পেয়ে মাজার কমিটির কয়েকজন সদস্যরা বিশ্রামাগারে ছুটে যায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ রাতে মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে। মেয়েটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মাজার কমিটির সদস্য মোঃ রুস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন।