পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের মাটিয়ারপাড়া এলাকায় কুপিয়ে হত্যার চেষ্টা করে আহত করার ৫৩ দিন অসুস্থ থাকার পর মামুন অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। গত ১৬ এপ্রিল মাটিয়ারপাড়া এলাকায় তারই চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে মামুনকে। এরপর থেকে স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় চলছিল তার চিকিৎসা ব্যয়।
তবে সেটা ছিল সামান্য। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছিল না। পুরোপুরি চিকিৎসা করাতে না পেরে অবশষে আহত মামুন ইসলাম ৯ জুলাই সকালে নিজ বাড়ি দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়ারপাড়ায় মারা যান। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার লাশ দেখার জন্য এলাকার লোকজন মামুনের বাড়িতে ভীড় জমায়।
উল্লেখ্য, নেশাগ্রস্থ মোস্তাফিজুর রহমান তার সংসারে অশান্তি সৃষ্টি করার অভিযোগ করে তারই চাচাতো ভাই মামুন ইসলামকে সন্দেহ করতো। এতে ক্ষিপ্ত হয়ে মামুন ইসলাম (২৮) ও চাচী মাহফুজা বেগম (৪৮) কে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান একই এলাকার ফেরদৌস সরকারের ছেলে।
মোস্তাফিজুরের হাত থেকে মামুন ও তার চাচীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্থানীয় লোকজন মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানার নিয়ে আসেন। বর্তমানে আটক মোস্তাফিজুর রহমান জেল হাজতে রয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, কুপিয়ে হত্যা হত্যায় আহত মামুন আজ সকালে মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সে মামলায় মোস্তাফিজুর রহমান নামের একজনকে আটা করা হয়েছে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে।