 
     শাহরুখ খানকে নিয়ে বিশ্বের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’ বানিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন অ্যাটলি। ছবিটি বক্স অফিসে নতুন মানদণ্ড স্থাপন করেছিল। এর দেড় বছর পর, আল্লু অর্জুন ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে আসেন, যা ‘জওয়ান’ এবং ‘স্ত্রী ২’-কে টপকে হিন্দিতে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবি হিসেবে আবির্ভূত হয়।
শাহরুখ খানকে নিয়ে বিশ্বের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’ বানিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন অ্যাটলি। ছবিটি বক্স অফিসে নতুন মানদণ্ড স্থাপন করেছিল। এর দেড় বছর পর, আল্লু অর্জুন ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে আসেন, যা ‘জওয়ান’ এবং ‘স্ত্রী ২’-কে টপকে হিন্দিতে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবি হিসেবে আবির্ভূত হয়।
এবার ‘জওয়ান’ পরিচালক ‘পুষ্পা’র প্রধান অভিনেতা আল্লু অর্জুনকে সাথে নিয়ে বানাতে চলেছেন অনন্য এক সিনেম্যাটিক মহাকাব্য। এএ২২এক্সএ৬’ সিনেমায় আল্লু অর্জুনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুরকে কাস্ট করে হইচই ফেলে দিয়েছেন অ্যাটলি। এবার এই সিনেমায় যুক্ত হচ্ছেন রাশমিকা মান্দানা।
জানা গেছে, অ্যাটলি এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য বেছে নিয়েছেন রাশমিকাকে। এটাও জানা গেছে, এই চরিত্রটি হবে ভীষণ সাহসী। অভিনেত্রী এরইমধ্যে অ্যাটলির সাথে লস অ্যাঞ্জেলেসে তার লুক টেস্ট এবং বডি স্ক্যান করিয়েছেন। তার চরিত্রের প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে।
বিশাল বাজেটে তৈরি হচ্ছে সিনেমাটি এবং অ্যাটলি এমন একটি স্কেলে এটি পরিকল্পনা করছেন যা বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবে। সিনেমার শুটিং শুরু হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ হবে।
বলা প্রয়োজন, ‘এএ২২এক্সএ৬’ সিনেমাটি ২০২৭ সালে বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পাবে।