হৃদযন্ত্র ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে না পারলে কিছু লক্ষণ দেখা দেয়। অনেক সময় অসচেতনতার কারণে বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা আমলে নিই না। ৫০ থেকে ৮০ শতাংশ হার্ট অ্যাটাকের আগ মুহূর্ত পর্যন্ত রোগী বোঝেনই না কোনও কিছু। হার্ট অ্যাটাক এক ধরনের মেডিক্যাল ইমারজেন্সি, তাই সঠিক সময়ে এর চিকিৎসা খুবই জরুরি।
ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আলী জানান, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ, কোলেস্টেরল থাকলে অথবা পরিবারের কারোর হার্টের সমস্যা থাকলে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন এটা ধরে নেবেন। এই ধরনের অসুখ থাকলে আপনাকে বাড়তি সচেতন থাকতেই হবে।
হার্ট অ্যাটাকের লক্ষণ
কীভাবে বুঝবেন বুকের ব্যথা আসলে হার্টের ব্যথা
অনেকেই বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ খান। এরপর যখন অবস্থা গুরুতর হয়ে যায়, তখন হাসপাতালে যান। এ কারণে কোন বুকের ব্যথা হার্টে সমস্যার কারণে হচ্ছে সেটা সম্পর্কে জেনে রাখা জরুরি। বুকের ব্যথা মাঝখান থেকে শুরু হয়ে যদি ডানে বা বাঁয়ে ছড়িয়ে পড়ে এবং ঘাম হতে থাকে, তাহলে বুঝতে হবে এটা হার্টের সমস্যার কারণে হচ্ছে। একই সাথে বুকের ব্যথার সাথে বমি হওয়ার মতো লক্ষণ দেখা দিলেও সচেতন হতে হবে। যদি বুকের ব্যথা ৫ মিনিটের বেশি স্থায়ী হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান।
যদি আগেও হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে থাকে, অথবা হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা বা ডায়াবেটিস থাকলে বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।