লর্ডসে তৃতীয় দিনের সকাল ভারতের জন্য ছিল ঝলমলে। লোকেশ রাহুল ও ঋষভ পান্তের জুটিতে কোনও উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করার পথে ছিল তারা। কিন্তু লাঞ্চের আগে বেন স্টোকসের থ্রোয়ে রান আউট হন পান্ত। ১৪১ রানের জুটি ভেঙে যায়। ১১২ বলে ৮ চার ও ২ ছয়ে ৭৪ রান করেন পান্ত। ওই ফিফটি ও দুই ছক্কায় একাধিক কীর্তি গড়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।
টেস্টে ক্রিকেটে ভারতের জয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে রোহিত শর্মার পাশে বসেছেন পান্ত। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত, পান্ত তার পাশে বসলেন ৮০ ইনিংস খেলে। ১৮০ ইনিংসে ৯০ ছক্কা মেরে দুজনের উপরে বীরেন্দর শেবাগ। চলতি সিরিজে যে আগ্রাসী ব্যাটিং করছেন পান্ত, তাতে সাবেক ভারতীয় ওপেনারকে ছোঁয়া সময়ের ব্যাপার।
এই দুই ছয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে ৩৬ টেস্টে ভিভ ৩৪ ছক্কা মারেন। একই দলের বিপক্ষে পান্ত ১৫ টেস্ট খেলেই ৩৫ ছক্কার মালিক।
এছাড়া ইংল্যান্ডে সফরকারী উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডে সাবেক সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছেন পান্ত। ২৩ ইনিংসে আটটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন ধোনি, তার চেয়ে তিন ইনিংস কম খেলে এই কীর্তি গড়েছেন পান্ত। এই সিরিজেই পঞ্চাশের ওপর চারটি ইনিংস খেলেছেন।
সফরকারী উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রানও করে ফেলেছেন পান্ত। পাঁচ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪১৬ রান তার। ২০২২ সালে ৬ ইনিংসে ৩৮৩ রান করা নিউজিল্যান্ডের টম ব্লান্ডেলকে টপকে গেছেন ২৭ বছর বয়সী ব্যাটার।